ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে বৈঠক করেছেন।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, আজকের (রোববার) বৈঠকে দুই মন্ত্রী দিপক্ষীয় স্বার্থ নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
হাকান ফিদান গত জুন মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপর এই প্রথম তিনি ইরান সফরে এলেন।
ইরান সফরে আসার আগে গতকাল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এক প্রেসরিলিজে বলেছেন, এই সফরের মধ্যদিয়ে ইরানের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের সম্পর্ক আরো উন্নত করার ব্যবস্থা হবে।
ইরান এবং তুরস্ক সীমান্তবর্তী দুই প্রতিবেশী এবং মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দু'দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সিরিয়া ইস্যুতে দু'দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তা বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব ফেলে নি।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।