সেপ্টেম্বর ০৪, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • ঔপনিবেশিকতার বিরুদ্ধে আফ্রিকার প্রতিরোধ প্রশংসনীয়: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ঔপনিবেশিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফ্রিকার দেশগুলোর অবস্থান ও প্রতিরোধের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আফ্রিকার দেশগুলোর এই প্রতিরোধ তাদের সচেতনতা, সতর্কতা এবং যুগের চাহিদা নিরূপনে দক্ষতার প্রমাণ।

আজ (সোমবার) তেহরানে বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়া রুয়াম্বা'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত রয়েছে। নানা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য আফ্রিকার সঙ্গে শেয়ার করতেও তেহরান প্রস্তুত।

ইরান ও বুরকি নাফাসোর মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশন কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেন রায়িসি।

এ সময় বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামি ইরানের প্রতিরোধ ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বুরকি নাফাসোসহ আফ্রিকার দেশগুলো ইরানের সাম্রাজ্যবাদবিরোধী নীতি-অবস্থান থেকে শিক্ষা নিয়েছে।#   

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ