তোমরা যদি দৃঢ় ও অবিচল থাকো তবে তোমরাই বিজয়ী হবে: ছাত্রদেরকে সর্বোচ্চ নেতা
(last modified Thu, 07 Sep 2023 10:17:15 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৬:১৭ Asia/Dhaka

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইমাম হোসেন (আ.) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক শোকানুষ্ঠানে বলেছেন, তোমরা যদি দৃঢ় ও অবিচল থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গিসাথীদের শাহাদাতের স্মরণে বিভিন্ন শোকগাঁথা ও মর্সিয়া পাঠের পাশাপাশি যিয়ারতে আরবাইন পাঠ করা হয়। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার  বক্তৃতায়  ইমাম হোসেইন (আ.) এর সাথে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরে বলেছেন, এর ফলে আধ্যাত্মিকতার অনির্বাণ জ্যোতি ও ক্রমবর্ধমান হোসেইনি আলেকবর্তিকার সাথে যুক্ত হওয়াসহ সংকটগুলো সমাধানের পথ খুলে যাওয়ার পটভূমি গড়ে ওঠে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংযুক্তি ও সরল পথের সাথে সংযোগ রক্ষা করা জরুরি, আর সে জন্য দৃঢ় সংকল্প, প্রতিরোধ ও ধৈর্য অব্যাহত রাখা দরকার।  

বিশ্ববিদ্যালয় ছাত্রদের  এককাংশ

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমাম হোসেন (আ.)এর সাথে সরাসরি যুক্ত থাকার  জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প ও অধ্যবসায়। তাই তোমরা যদি অটল থাকো তাহলে তোমরাই বিজয়ী হবে এবং সত্য, ন্যায়বিচার ও ঐশী ধর্মের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারবে।

ইরানের সর্বোচ্চ নেতা নাজাফ থেকে কারবালা পর্যন্ত আরবাইনের পদযাত্রায় লাখো জনতা বিশেষ করে বিপুল সংখ্যক যুবকের উপস্থিতির কথা উল্লেখ করে তাদের উদ্দেশ্যে বলেছেন, আরবাইনের পদযাত্রায় তোমরা যেমন প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে অগ্রসর হয়েছো তেমনি একত্ববাদের পথেও দৃঢ়তা ও ইচ্ছাশক্তি বজায় রাখবে এবং সর্বদা হোসেন হয়ে বেঁচে থাকবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ