জানালেন মুখপাত্র
দুষ্কৃতীদের হামলা: প্যারিসের ইরান দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলছে
-
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায় দেশটির বিপ্লব-বিরোধী কিছু দুষ্কৃতকারী।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের বিপ্লব-বিরোধী কিছু দুষ্কৃতকারী ইরান দূতাবাসে হামলা চালানো সত্ত্বেও দূতাবাস ভবনের কোনো ক্ষতি হয়নি বরং এটির স্বাভাবিক কাজকর্ম চলছে। শনিবারের ওই হামলার পর দূতাবাসের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
শনিবার ইরানের বিপ্লব-বিরোধী একদল দুষ্কৃতকারী প্যারিসের ইরান দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা চালায়।তারা দূতাবাস ভবনের সামনে গাড়ির টায়ারে আগুন দেয় এর দরজা ও জানালার কাঁচ ভেঙে ফেলে।
দূতাবাসের মুখপাত্র জানান, ফ্রান্সের পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে।ফ্রান্সের পুলিশ এই সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে ওই মুখপাত্র জানান।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।