সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০৯:১৯ Asia/Dhaka
  • রাজনৈতিক উদ্দেশ্যে আইএইএ’কে ব্যবহার করছে পাশ্চাত্য: ইরান

আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ তাদের রাজনৈতিক অভিলাস চরিতার্থ করার কাজে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’কে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইরান।

আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি গতকাল (শনিবার) ইরানের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ অভিযোগ করেন।

গ্রোসি এক বিবৃতিতে বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনরত কয়েকজন অভিজ্ঞ পরিদর্শককে বাদ দেয়ার যে ‘অসামঞ্জস্য ও নজিরবিহীন’ পদক্ষেপ তেহরান নিয়েছে আইএইএ তার নিন্দা জানাচ্ছে।

গ্রোসির ওই বিবৃতির জবাবে শনিবারই কানয়ানি এক বিবৃতিতে বলেন, আইএইএ’কে ইরানের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা করা সত্ত্বেও আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ আইএইএ’র বোর্ড অব গভর্নর্সকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কাজে ব্যবহার করেছে।

তিনি বলেন, আইএইএ’র সঙ্গে ইরানের গঠনমূলক সহযোগিতার যে পরিবেশ বিরাজ করছিল তা নস্যাৎ করার লক্ষ্যে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আমেরিকার সঙ্গী হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বলেন, এ ধরনের পদক্ষেপের পরিণতির ব্যাপারে পাশ্চাত্যকে আগেই সতর্ক করে দিয়েছে তেহরান।

কানয়ানি বলেন, সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হলে আইএইএ’কে তার স্বাভাবিক পেশাদার দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। এই বিশ্ব সংস্থার সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এটি নিরপেক্ষতা বজায় রাখবে বলেও কানয়ানি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ