জেনারেল সালামির তথ্য
নূর স্যাটেলাইটকে আইআরজিসি গোয়েন্দাবৃত্তির কাজে লাগাবে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গতকাল (বুধবার) যে নূর স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে তাকে তার বাহিনী গোয়েন্দাবৃত্তির কাজে ব্যবহার করবে।
তিনি বলেন, “নূর স্যাটেলাইট থেকে আমরা যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারব সেগুলো আইআরজিসির গোয়েন্দা চাহিদা মিটাবে।” গতকাল রাজধানী তেহরানে আইআরজিসি’র কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গতকাল ইরান নূর-থ্রি ইমেজিং স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। স্যাটেলাইটটি দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেদ রকেটে করে পাঠানো হয়। এরপর আইআরজিসির চিপ কমান্ডার এই তথ্য জানালেন। এর আগে ইরানের টেলি যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে অবস্থান করে এই স্যাটেলাইট পরিমাপ ও নজরদারি মিশন পরিচালনা করবে।
আইআইজিসি জানিয়েছে, নূর-থ্রি স্যাটেলাইট প্রতি সেকেন্ডে ৭.৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং মাত্র ৮ মিনিট ৩৩ সেকেন্ডে তা পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়।]
জেনারেল সালামি জানান নূর-থ্রি স্যাটেলাইটের ওজন ৭ কিলোগ্রাম এবং এটি নূর-টু স্যাটেলাইটের চেয়ে অনেক বেশি নিখুঁত ও ভালো মানের ছবি পাঠাতে সক্ষম।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।