কক্ষপথে ইরানের নুর-৩ ইমেজিং কৃত্রিম উপগ্রহ স্থাপনের নানা দিক ও বার্তা
(last modified Fri, 29 Sep 2023 13:49:54 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৯:৪৯ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরান পৃথিবীর কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে।

বুধবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশন কাসেদ নামক রকেটের মাধ্যমে এই উপগ্রহ মহাকাশে পাঠায় এবং তা ভূপৃষ্ঠের ২৮০ মাইল বা ৪৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়।

ইরানের টেলি যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে অবস্থান করে এই স্যাটেলাইট পরিমাপ ও নজরদারি মিশন পরিচালনা করবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নূর-৩ ইমেজিং স্যাটেলাইট তৈরি এবং সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপনকে শত্রুদের নিষেধাজ্ঞা প্রয়োগের ব্যর্থতার আরেকটি প্রমাণ বলে মন্তব্য করেছেন।  ইরানের যুব প্রজন্মের বিজ্ঞানীরা বিশ্বকে দেখাতে সক্ষম হয়েছেন যে তারাও বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় সর্বোচ্চ পর্যায়ের সাফল্য অর্জনের যোগ্যতা ও ক্ষমতা রাখেন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, নূর স্যাটেলাইটকে তার বাহিনী গোয়েন্দাবৃত্তির কাজে ব্যবহার করবে। তিনি বলেন, “নূর স্যাটেলাইট থেকে আমরা যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারব সেগুলো আইআরজিসির গোয়েন্দা চাহিদা মিটাবে।”

আইআরজিসি জানিয়েছে, নূর-থ্রি স্যাটেলাইট প্রতি সেকেন্ডে ৭.৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং মাত্র ৮ মিনিট ৩৩ সেকেন্ডে তা পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শিগগিরই আরও দু'টি নতুন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে বলে জানিয়েছে।

বিশ্বের প্রথম সারির যে দশটি দেশ মহাকাশে স্যাটেলাইট স্থাপনে বিশেষ দক্ষতা অর্জন করেছে ইরান এখন ওই দেশগুলোর অন্যতম। ইরান এক্ষেত্রে প্রায় পরিপূর্ণ স্বনির্ভরতা অর্জনের পথে রয়েছে। অনেক পশ্চিমা বিশেষজ্ঞও এখন স্বীকার করেছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ইরানের অগ্রগতিকে থামাতে ব্যর্থ হচ্ছে, বরং এইসব নিষেধাজ্ঞা ইরানের জন্য নানা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে শাপে-বর বা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

ইসরাইলি ও পশ্চিমা মিডিয়াগুলোও স্বীকার করছে যে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তিতে হয়ে উঠেছে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম।  #

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।