আইআরজিসির সাবেক প্রধান কমান্ডারের এক্স পোস্ট
ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি ‘অপরিকল্পিত জুয়া খেলেছেন’ বলে মন্তব্য করেছেন ইরানের একজন সামরিক কমান্ডার।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজায়ি নিজের এক্স একাউন্টে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বর্তমানে ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদের সদস্য।
রেজায়ি তার পোস্টে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট, যিনি নিজেকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী হিসেবে প্রদর্শন করে এসেছেন, তিনি তার প্রথম অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধটি ইয়েমেনের বিরুদ্ধে শুরু করেছেন।”
এরপর রেজায়ি লিখেছেন, “ট্রাম্প ইউক্রেনে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি, কানাডাকে আমেরিকার দখলে আনতে কিংবা পানামা খাল জবরদখল করার পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি। এসব কাজ বাকি রেখেই তিনি ইয়েমেনের বিরুদ্ধে একটি অপরিকল্পিত জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছেন।”
ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টটির শেষাংশে জেনারেল রেজায়ি লিখেছেন, “ইনশা আল্লাহ, ইয়েমেনে ভুখা-নাঙ্গা, ঈমানদার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকার অত্যাধুনিক রণতরীকে পরাস্ত করবেই।”
গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর তার সরকার প্রথম আগ্রাসন চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে। গত শনিবার রাতে মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনের অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হন য়াদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনার অপূরণীয় ক্ষতি হওয়ার পাশাপাশি অপর ১০১ জন আহত হন।
ওই আগ্রাসনের জবাবে হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি লোহিত সাগরে মোতায়েন মার্কিন রণতরী ও জাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।