আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতে ইরান-ইরাক নিরাপত্তা চুক্তি উপযুক্ত রোড ম্যাপ
https://parstoday.ir/bn/news/iran-i128840-আঞ্চলিক_স্থিতিশীলতা_বিনষ্টকারীদের_উৎখাতে_ইরান_ইরাক_নিরাপত্তা_চুক্তি_উপযুক্ত_রোড_ম্যাপ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতের জন্য ইরান-ইরাক নিরাপত্তা চুক্তি সবচেয়ে উপযুক্ত রোড ম্যাপ। গতকাল রাজধানী তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০২, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • (বামে) কাসিম আল আরাজি (ডানে) আলী আকবর আহমাদিয়ান
    (বামে) কাসিম আল আরাজি (ডানে) আলী আকবর আহমাদিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতের জন্য ইরান-ইরাক নিরাপত্তা চুক্তি সবচেয়ে উপযুক্ত রোড ম্যাপ। গতকাল রাজধানী তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

আলী আকবর আহমাদিয়ান বলেন, দুই দেশের মধ্যে সই হওয়া নিরাপত্তা যুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব।

গত ১৯ মার্চ ইরান এবং ইরাকের মধ্যে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় ইরান সীমান্তবর্তী ইরাকি কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীদের নির্মূল করার কথা ছিল। এই চুক্তি বাস্তবায়নের সর্বশেষ সময় সময় ছিল ১৯ সেপ্টেম্বর। ইরান বলছে চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে অনেক সন্ত্রাসীকেই সরানো হয়েছে তবে পুরোপুরি সন্ত্রাসী মুক্ত করা যায়নি। ইরানের সেনাপ্রধান মেজ জেনারেল আলী বাকেরী বলেছেন, কুর্দিস্তান অঞ্চল সন্ত্রাসী মুক্ত করার জন্য ইরাককে আরো সময় দেয়া হয়েছে।

গতকালের বৈঠকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবারও বলেছেন, তার দেশ এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও জোরদার করার জন্য বাগদাদ সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।