'আকসা তুফান অভিযান' বিষয়ক ছবি প্রদর্শনীর শুরু আছে, শেষ অজানা
https://parstoday.ir/bn/news/iran-i129488
তেহরানে গতকাল (সোমবার) বিকেল থেকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক 'ছবি প্রদর্শনী'। 'আল-আকসা তুফান' অভিযানের সঙ্গে শেষ দিন পর্যন্ত'-এই শিরোনাম দেওয়া হয়েছে ওই ফটো এক্সিবিশিনের।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৫:৫৭ Asia/Dhaka
  • ছবি প্রদর্শনী
    ছবি প্রদর্শনী

তেহরানে গতকাল (সোমবার) বিকেল থেকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক 'ছবি প্রদর্শনী'। 'আল-আকসা তুফান' অভিযানের সঙ্গে শেষ দিন পর্যন্ত'-এই শিরোনাম দেওয়া হয়েছে ওই ফটো এক্সিবিশিনের।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ব্যতিক্রমি ওই ছবি প্রদর্শনীর সমাপনীর নির্দিষ্ট কোনো তারিখ নেই। আন্তর্জাতিক ফটোগ্রাফারদের ৪২টি ছবি দিয়ে ইরানের ফটোগ্রাফার্স হাউজের গ্যালারি-১ এ শুরু হয়েছে এই প্রদর্শনী। ফটোগ্রাফার্স হাউজের পরিচালক সাইয়্যেদ এহসান বাকেরি বলেছেন: ফিলিস্তিনিদের মহান প্রতিরোধ অভিযানের প্রতি ফটোগ্রাফার সম্প্রদায় এবং ইরান ফটোগ্রাফার্স হাউসের সামান্য শ্রদ্ধার নিদর্শন এই প্রদর্শনী। বাকেরি বলেন: এটাই সম্ভবত প্রথম কোনো প্রদর্শনী যার শুরু আছে কিন্তু সমাপ্তির নির্দিষ্ট তারিখ জানা নেই। তিনি বলেন: আমরা আশা করছি ফিলিস্তিনী জনগণের বিজয়ের মধ্য দিয়ে এই প্রদর্শনী শেষ হবে।

এই প্রদর্শনীতে যেসব ছবি প্রদর্শন করা হবে সেগুলো প্রতি সপ্তায় আপডেট এবং পরিবর্তন করা হবে। তবে ডিসপ্লে থেকে যেসব ছবি নামিয়ে ফেলা হবে সেগুলোকে ছোট আকারে গ্যালারির প্রাচীরে যুক্ত করা হবে।

গ্যালারিতে যেসব ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে সেগুলোর মাপ দৈর্ঘ্যে ৭০ এবং প্রস্থে ৫০ সেন্টিমিটার এবং দৈর্ঘ্যে ১০০ এবং প্রস্থে ৭০ সেন্টিমিটার। ২ বাই ৩ সেন্টিমিটার আকারের কিছু ছবিও রয়েছে এই প্রদর্শনীতে।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।