সত্য গোপন না করে গাজার প্রকৃত চিত্র তুলে ধরুন: ব্রিটিশ মিডিয়াকে ইরান
(last modified Sat, 21 Oct 2023 07:42:34 GMT )
অক্টোবর ২১, ২০২৩ ১৩:৪২ Asia/Dhaka

ব্রিটেনে ইরানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সে দেশের গণমাধ্যমের প্রতি গাজায় ফিলিস্তিনি নিরীহ নারী, পুরুষ ও শিশু হত্যার ট্র্যাজেডির ব্যাপারে উদাসীন না থাকার আহ্বান জানিয়েছেন। মাহদি হোসাইনি মাতিন ব্রিটিশ মিডিয়াকে দ্বৈত নীতি পরিহার করে, সত্য গোপন না করে, গাজা যুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

জনাব মাতিন গতকাল ব্রিটেনের বেশ কিছু মিডিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন: দু:খজনকভাবে গত দুই সপ্তায় ব্রিটিশ মিডিয়ার আচরণে কিছুটা দ্বৈতনীতি লক্ষ্য করা গেছে। ইরানি এই কূটনীতিক বলেন: একচেটিয়া ইহুদিবাদী ইসরাইলের পক্ষে রিপোর্ট করতে দেখা গেছে ব্রিটিশ মিডিয়াগুলোকে। ইসরাইলের পক্ষে একতরফা রিপোর্ট করার ব্যাপারে তিনি মিডিয়াগুলোকে হুশিয়ার করে দেন। তিনি আরও বলেন: ব্রিটিশ মিডিয়া গাজায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলাকে কোনোভাবেই কভার করে নি। এই আচরণের অবসান ঘটানোর আহ্বান জানানোই ছিল ব্রিটিশ মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠকের অন্যতম লক্ষ্য।

তবে কোনো কোনো ব্রিটিশ মিডিয়াকর্মী চেষ্টা করেছেন গাজা যুদ্ধের আংশিক বাস্তবতা তুলে ধরতে। দু:খজনকভাবে তাদেরকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে কিংবা সত্য বলার কারণে কঠোর চাপের মধ্যে রাখা হয়েছে বলে জনাব মাতিন উল্লেখ করেন।

গাজা যুদ্ধ বন্ধের ব্যাপারে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন জনাব মাতিন। এ প্রসঙ্গে তিনি বলেন: অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, বেসামরিক ফিলিস্তিনীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করে গাজায় খাদ্য ও ওষুধসহ অন্যান্য মানবিক সাহায্য পাঠানোর জন্য অবিলম্বে ক্রসিং পয়েন্ট উন্মুক্ত করা উচিত। যুদ্ধের বিস্তার ঠেকাতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামষ্টিক পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন ইরানি এই কূটনীতিক।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ