নভেম্বর ০২, ২০২৩ ১০:১৮ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ-রেজা আশতিয়ানি।
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ-রেজা আশতিয়ানি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ-রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আকস্মিক অভিযানে পরাজিত হওয়ায় এই অবৈধ রাষ্ট্রের ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে।  তিনি বুধবার তেহরানে ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

জেনারেল অশতিয়ানি বলেন, অক্টোবর মাসের গোড়ার দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলকে যে ভয়াবহ পরাজয়ের স্বাদ দিয়েছে তা থেকে এই অবৈধ রাষ্ট্রের সামরিক দুর্বলতা মারাত্মভাবে ফুটে উঠেছে। অথচ তেল আবিব এতকাল দাবি করে আসছিল যে, তারা বিশ্বের সর্বাধুনিক সেনাবাহিনী ও সামরিক সরঞ্জামের অধিকারী এবং তাদেরকে পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নেই।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৭ অক্টোবরের হামলায় ইহুদিবাদী সরকার ভয়াবহ পরাজয় ও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর একরকম আকস্মিক হামলায় পরাজিত কোনো শক্তি কোনো অবস্থায় নিজের ধ্বংস রোধ করতে পারে না।” 

জেনারেল আশতিয়ানি বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে ইসরাইলকে আরো বড় পরাজয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, গাজায় পাশবিক হামলা বন্ধ না হলে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরাইল।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্ব মুসলিম, স্বাধীনতাকামী মানুষ ও বিভিন্ন দেশের ধৈর্যের একট সীমা রয়েছে। নিঃসন্দেহে বিশ্বের বহু দেশ পরিস্থিতি পর্যাবেক্ষণ করছে এবং তারা গাজা যুদ্ধে কীভাবে তাদের করনীয় ঠিক করা যায় তা পর্যালোচনা করে দেখছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ