ইসরাইলের অপরাধ চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে; ভবিষ্যত ফিলিস্তিনিদের
https://parstoday.ir/bn/news/iran-i130546-ইসরাইলের_অপরাধ_চালিয়ে_যাওয়ার_সময়_ফুরিয়ে_আসছে_ভবিষ্যত_ফিলিস্তিনিদের
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জোর দিয়ে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস আগ্রাসন চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে কারণ ইসরাইল পতনের কাছাকাছি রয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০২৩ ১৯:১৬ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জোর দিয়ে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নৃশংস আগ্রাসন চালিয়ে যাওয়ার সময় ফুরিয়ে আসছে কারণ ইসরাইল পতনের কাছাকাছি রয়েছে। 

আজ এক্স পেইজে দেয়া এক পোস্টে আমির আব্দুল্লাহিয়ান ব্যঙ্গ করে বলেন, “একমাত্র ভালো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুয়া ইসরাইল সরকারের ভিত্তিকে আরো অস্থিতিশীল করে তুলেছেন।" তিনি তার পোস্টে আরো লিখেছেন, "গাজায় নারী ও শিশু হত্যা করে নেতানিয়াহু ইহুদিবাদী সরকারের অপরাধী, সহিংস এবং আগ্রাসী চেহারা উন্মোচন করেছেন।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নিঃসন্দেহে ভবিষ্যত ফিলিস্তিনিদের জন্য।
গাজায় মারাত্মক বোমা হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা এবং চলমান নৃশংসতা বন্ধ করার জন্য আহ্বান বেড়ে চলার মধ্যে আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করলেন।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।