ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শেখ আহমাদ ইয়াসিনের ঐতিহাসিক সাক্ষাতের ভিডিও প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i130572
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিন ১৯৯৮ সালের ২ মে ৬ দিনের সফরে ইরানে এসেছিলেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১০, ২০২৩ ১৫:৩৯ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিন ১৯৯৮ সালের ২ মে ৬ দিনের সফরে ইরানে এসেছিলেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ঐতিহাসিক ওই সাক্ষাৎকারের একটি ভিডিও সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটে (khamenei.ir) গতকাল প্রকাশিত হয়েছে। আজ  (শুক্রবার) সকালে তা হামাসের টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়।

আন্তরিকতাপূর্ণ এই সাক্ষাতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, তিনি বিশ্বাস করেন শেখ আহমাদ ইয়াসিন ও তার সহযোদ্ধারা ইসলাম ও কুফরের এবং হক ও বাতিলের মধ্যকার যুদ্ধের ফ্রন্ট লাইনে কাজ করছেন। 

তিনি আরো বলেন, আমরা এক ঘণ্টার জন্যও দখলদার ইসরাইল সরকারকে স্বীকৃতি দেইনি এবং কখনও দেব না। মুসলিম ভূখণ্ডে চেপে বসা এই 'ক্যান্সারাস টিউমার' অপসারণে আমরা সব রকম সহযোগিতা দিয়ে যাব।

খামেনেয়ী বলেন, ইসরাইলের ধ্বংসের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদেরকে সেই সময়টাকে কাছে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে।

শেখ ইয়াসিন ২০০৪ সালের ২২ মার্চ ফজরের নামাজের সময় ইসরাইলি বিমান হামলায় শাহাদাতবরণ করেন।#  

পার্সটুডে/এমএমআই/আশরাফুর রহমান/১০