নভেম্বর ১৩, ২০২৩ ১৭:৫১ Asia/Dhaka
  • হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে এক ইসরাইলি সেনা
    হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে এক ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন ২৬ কোটি ডলার খরচ হচ্ছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল (রোববার) এই খবর দিয়েছে।

পত্রিকাটি বলছে, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে যা ইসরাইলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি করেছে।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলের ক্ষতি হয়েছে ৮০০ কোটি ডলার। ইসরাইলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণে অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫ ভাগ বেশি চলতি নভেম্বর মাসে ধার করবে।

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের যোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরাইলের ৪৮৮ বিলিয়ন ডলারের অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরাইলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করছে। 

এই ক্ষতির পরও যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, “এই যুদ্ধে যত মূল্যই দিতে হয় ইসরাইল তা দেবে।”#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ