নভেম্বর ১৯, ২০২৩ ১৬:৪৮ Asia/Dhaka
  • ইরানের মাজান্দারানে শরতের বর্ণিল প্রকৃতি

ইরানে শরৎকালকে বলা হয় হাজার রঙের ঋতুর কাল। এছাড়া এটি সূর্যের আলোতে রঙিন পাতার ঝলমলে সৌন্দর্যে ভরপুর এক ঋতু। ইরানের মাজানদারানের সুন্দর প্রকৃতিতে শরতের একটি ভিন্ন প্রভাব রয়েছে এবং নানা রঙের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য মানুষের মনে অনাবিল আনন্দ বয়ে আনে। #

পার্সটুডে/বাবুল আখতার/১৯

ট্যাগ