ইরানের আরসবারাণ অঞ্চলে শরতে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য
https://parstoday.ir/bn/news/iran-i131542-ইরানের_আরসবারাণ_অঞ্চলে_শরতে_নয়নাভিরাম_প্রাকৃতিক_দৃশ্য
ইরানের কারেদাগ বা আরসবারাণ এলাকাটি পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল । আরসবারাণ পার্বত্য অঞ্চলের প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য রয়েছে  বিশেষ করে শরৎ ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই বনাঞ্চলের নানা রকম গাছগাছালির হলুদ, লাল এবং বাদামী পাতা এলাকাটিকে ঋতুর রাজার মতো করে তোলে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০২৩ ১৮:৩৩ Asia/Dhaka
  • ইরানের আরসবারাণ অঞ্চলে শরতে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য

ইরানের কারেদাগ বা আরসবারাণ এলাকাটি পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল । আরসবারাণ পার্বত্য অঞ্চলের প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্য রয়েছে  বিশেষ করে শরৎ ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে এই বনাঞ্চলের নানা রকম গাছগাছালির হলুদ, লাল এবং বাদামী পাতা এলাকাটিকে ঋতুর রাজার মতো করে তোলে।

পার্সটুডে/বাবুল আখতার/১