‘ইসরাইলি পাশবিকতা বন্ধ না হলে যুদ্ধ মধ্যপ্রাচের সর্বত্র ছড়িয়ে পড়বে’
https://parstoday.ir/bn/news/iran-i131586-ইসরাইলি_পাশবিকতা_বন্ধ_না_হলে_যুদ্ধ_মধ্যপ্রাচের_সর্বত্র_ছড়িয়ে_পড়বে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলকে পাশবিকতা চালিয়ে যেতে উৎসাহিত করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১০:০২ Asia/Dhaka
  • জোসেফ বোরেল এবং হোসেন আমির আব্দুল্লাহিয়ান।
    জোসেফ বোরেল এবং হোসেন আমির আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলকে পাশবিকতা চালিয়ে যেতে উৎসাহিত করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা বন্ধ এবং গাজায় মানবিক ত্রাণ সররবরাহ করার ব্যবস্থা নিতে হবে। তিনি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গাজাবাসীকে বিতাড়নের যেকোনো পরিকল্পনার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেন। 

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের কারণেই ফিলিস্তিন ইস্যুর সমাধান হচ্ছে না। তিনি বলেন, ইসরাইলি সেনারা যদি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা বন্ধ না করে তাহলে চলমান যুদ্ধ মধ্যপ্রাচের সর্বত্র ছড়িয়ে পড়বে।

ফোনালাপে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের উত্তেজনা অবিলম্বে বন্ধ হবে বলে বোরেল অভিমত প্রকাশ করেন।  তিনি বলেন, গাজায় বোমা হামলা করার সময় ইহুদিবাদী ইসরাইল যেন আন্তর্জাতিক আইন মেনে চলে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন তেল আবিবকে রাজি করানোর চেষ্টা করছে।

বোরেল ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধ বা সহিংসতার মাধ্যমে নয় বরং কূটনীতি ও আলাচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে তিনি যুদ্ধ বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করবেন কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় দুই মাস ধরে ইসরাইল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার আহ্বান পর্যন্ত জানায়নি। গাজায় এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১৫,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।