ডিসেম্বর ১২, ২০২৩ ০৯:৩৫ Asia/Dhaka
  • যুদ্ধ ও গণহত্যার মধ্য দিয়েই কেবল নেতানিয়াহু টিকে থাকতে পারেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্টমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমাত্র যুদ্ধ ও গণহত্যা চালানোর মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলের চলমান গণহত্যার কারণে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারন করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয় বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন ও গাজার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার তীব্র সমালোচনা করেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ সনদের ৯৯ নং প্রস্তাব ধারা কার্যকর করার আহ্বান জানান। এরপর সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয়। ব্রিটেন প্রস্তাবের ওপর ভোটাভুটি থেকে বিরত থাকে।  

গতকালের ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এরইমধ্যে গাজা যুদ্ধের প্রভাব এ অঞ্চলের অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। যদি দ্রুতই গাজা আগ্রাসন বন্ধ না হয় তাহলে যেকোনো মুহূর্তে এই অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকান পক্ষ যুদ্ধ ছড়িয়ে পড়ার এই ঝুঁকি বুঝতে পারছে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেয়ার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, "যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পাঠানো চীনের জন্য গুরুত্বপূর্ণ।" তিনি আশা করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠক এই অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সুযোগ দেবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১১

 

ট্যাগ