ইরানের থানায় সন্ত্রাসী হামলার পেছনে শত্রুদের হাত রয়েছে: সেনাপ্রধান
(last modified Sun, 17 Dec 2023 08:24:56 GMT )
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি।
    মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় শত্রুদের নোংরা হাত জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি। তিনি ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানের কাছে লেখা এক বার্তায় বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করতেই রাস্ক থানায় সন্ত্রাসী হামলা হয়েছে।

গত শুক্রবারের ওই সন্ত্রাসী হামলায় ইরানের ১১ পুলিশ সদস্য নিহত ও অপর সাত জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী কথিত জয়শুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল (শনিবার) জাতিসংঘের পক্ষ থেকে ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়।

জেনারেল মুসাভি তার চিঠিতে বলেন, পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার কাজে সেনাবাহিনী পুলিশকে সহযোগিতা দেবে।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

সন্ত্রাসীরা ইরানের অগ্রগতি ব্যাহত করতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান রাস্ক থানায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি এক্সে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, ইরানের উন্নতি ও নিরাপত্তা ব্যাহত করার লক্ষ্যে শত্রুদের পক্ষ থেকে চালানো এই সন্ত্রাসী হামলা ইরানের দ্রুতগতির উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ