ডিসেম্বর ৩০, ২০২৩ ০৯:০৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় কর্মরত একজন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ মন্তব্য করেছেন।  

তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে তেল আবিবকে উদ্দেশ করে বলেছেন, “তোমরা গাজা যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে না পেরে সাইয়্যেদ রাজি মূসাভিকে হত্যা করেছো।”

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় গত সোমবার ইসরাইলি বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির সিনিয়র কমান্ডার সাইয়্যেদ রাজি মূসাভি শাহাদাতবরণ করেন। সিরিয়ায় ইরানের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালনকালে তার ওপর হামলা করে তেল আবিব।

সাইয়্যেদ রাজি মূসাভি

জেনারেল কায়ানি তার বক্তব্যে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার নিবেদিতপ্রাণ মিত্র আমেরিকা গাজা আগ্রাসনে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদী সরকারকে সমর্থন দেয়ার ক্ষেত্রে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে- জানিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেন, এর ফলে গাজায় সংঘটিত সমস্ত অপরাধযজ্ঞের দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।

জেনারেল কায়ানি বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যখন সর্বোচ্চ পশ্চিমা সমর্থন পাচ্ছে তখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট ফিলিস্তিনি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইরানি এই সেনা কমান্ডার বলেন, গাজা যুদ্ধে ইসরাইল নিজের ক্ষয়ক্ষতির বিবরণ গোপন করছে। এই যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক ইসরাইলি সেনা নিহত হলেও তাদের সংখ্যা অনেক ছোট আকারে প্রকাশ করছে তেল আবিব। তিনি বলেন, গাজা উপত্যকায় হাজার হাজার ইসরাইলি সেনা হতাহত হয়েছে এবং অন্তত ৫০০ সেনা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ