উত্তেজনার মধ্যে লোহিত সাগরে প্রবেশ করল ইরানি ডেস্ট্রয়ার
(last modified Mon, 01 Jan 2024 15:26:55 GMT )
জানুয়ারি ০১, ২০২৪ ২১:২৬ Asia/Dhaka
  • উত্তেজনার মধ্যে লোহিত সাগরে প্রবেশ করল ইরানি ডেস্ট্রয়ার

ইরানের আলবোর্জ ডেস্ট্রয়ার বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে।

গাজায় ইসরাইলি গণহত্যা ইস্যুতে লোহিত সাগরে উত্তেজনা চলার মধ্যেই সেখানে ইরানি ডেস্ট্রয়ার প্রবেশ করল। ২০০৯ সাল থেকে এই ডেস্ট্রয়ারটি আন্তর্জাতিক পানি সীমায় জাহাজ চলাচল নিরাপদ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গাজায় ইসরাইলি বাহিনী গণহারে মানুষ হত্যা করে যাচ্ছে, এর প্রতিবাদে ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরিমধ্যে তারা বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে।

লোহিত সাগরে মার্কিন জোট ঘাতক ইসরাইলের পক্ষ নিয়ে এরিমধ্যে ইয়েমেনের ১০ জনকে হত্যা করেছে। লোহিত সাগরে আগ্রাসী জোটের এমন তৎপরতার মধ্যে ইরানি ডেস্ট্রয়ারের উপস্থিতি ঐ এলাকার বিষয়ে মানুষের কৌতূহল বাড়িয়ে তুলেছে।

গাজায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে মার্কিন সমর্থিত ইসরাইলি বাহিনী হত্যা করেছে।

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।