ইরানে জোড়া বোমা হামলা: ১১ সন্দেহভাজনকে আটক করল পুলিশ
https://parstoday.ir/bn/news/iran-i133002-ইরানে_জোড়া_বোমা_হামলা_১১_সন্দেহভাজনকে_আটক_করল_পুলিশ
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে গত বুধবারের শক্তিশালী জোড়া বোমা হামলায় জড়িত ১১ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করার খবর দিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হামলার পরপর প্রাথমিক তদন্তেই এতে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৪ ০৯:৪২ Asia/Dhaka
  • কেরমানে সন্ত্রাসী হামলা
    কেরমানে সন্ত্রাসী হামলা

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে গত বুধবারের শক্তিশালী জোড়া বোমা হামলায় জড়িত ১১ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করার খবর দিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হামলার পরপর প্রাথমিক তদন্তেই এতে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কেরমানের হামলায় দুই সন্ত্রাসী অংশ নিয়েছে যাদের একজন তাজিকিস্তানের নাগরিক। তবে দ্বিতীয় হামলাকারীর সঠিক পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

বিবৃতিতে ১১ ব্যক্তিকে আটকের বিবরণ তুলে ধরা বলা হয়, দুই ব্যক্তিকে কেরমান থেকে আটক করা হয়েছে তাদের আস্তানায় হামলাকারীদের আশ্রয় দেয়ার জন্য। ওইসব আস্তানা থেকে সন্ত্রাসী হামলা চালানোর আরো কিছু বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অপর নয় ব্যক্তিকে ওই হামলায় জড়িত থাকার দায়ে ইরানের ছয় প্রদেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী জোড়া বোমার আঘাতে অন্তত ৮৯ জন নিহত ও ২৮৬ জন আহত হয়। জেনারেল সোলায়মানির শাহাতাদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে বুধবার তার কবরে এসব মানুষ সমবেত হয়েছিলেন।

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস [দায়েশ] এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে গাজা যুদ্ধ চলার একই সময়ে চালানো এ হামলায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে বলে ইরান অভিযোগ করেছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ ইরানের কেরমানে বুধবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।