সন্ত্রাসী অবস্থানে হামলার বিবরণ প্রকাশ করলেন আইআরজিসি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i133414-সন্ত্রাসী_অবস্থানে_হামলার_বিবরণ_প্রকাশ_করলেন_আইআরজিসি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ গতকালের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বেশকিছু তথ্য প্রকাশ করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৪ ১৯:৫১ Asia/Dhaka
  • হাজিজাদেহ
    হাজিজাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ গতকালের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বেশকিছু তথ্য প্রকাশ করেছেন। 

এক ফোন কলে তিনি আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিকে জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে দুই ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

দেশের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি এলাকা থেকে চারটি খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সেখান থেকে সিরিয়ার ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালানো হয়।

জেনারেল হাজিজাদেহ বলেন, সোমবার দিবাগত রাত ১২টার সময় এই হামলা চালানো হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশ থেকে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আরো চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর পাশাপাশি পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোতে সাতটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। 

জেনারেল আমির আলী হাজিজাদেহ জানান, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও দায়েশের আরেকটি দলকে লক্ষ্য করে নয়টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। 

বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।

ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে দীর্ঘ দিন ধরে মোসাদের তৎপরতা বেড়েছে। সেখান থেকে ইরানসহ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।#   

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।