নিহত সেনা কর্মকর্তা ছিলেন আইআরজিসির উপদেষ্টা
সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ইরানি কর্নেল নিহত
পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ইরানের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল (বুধবার) প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ওই কর্মকর্তা নিহত হন।
আইআরজিসি’র কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে বুধবারই সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশ উল-আদলের একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি। প্রদেশের রাস্ক কাউন্টির কাস্তাগ গ্রামে ওই অভিযানের সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায়।
গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে পাকিস্তানে জয়েশ-উল-আদলের একটি ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।