কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান
(last modified Thu, 18 Jan 2024 08:46:16 GMT )
জানুয়ারি ১৮, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল বিশ্বের যেকোনো দেশ থেকেই অভিযানকে পরিচালনা করুক না কেন- তেহরান তা সহ্য করবে না। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।

ফোনালাপে দুই কর্মকর্তা দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যৌথ প্রচেষ্টার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। আহমাদিয়ান বলেন, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতা- তা যেকোন দেশ থেকেই চালানো হোক না কেন ইরান সেটি বরদাস্ত করবে না।

এর আগে, গতকালই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানিও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান-বিরোধী হুমকি তা যেখান থেকেই আসুক না কেন- তার জবাব দেবে। তিনি বলেছেন, ইরানের জবাব হবে সমানুপাতিক, চূড়ান্ত এবং শক্তিশালী।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।