জানুয়ারি ২২, ২০২৪ ২০:০৩ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের আন্তরিক সমর্থনের বিষয়টি পরীক্ষিত। তিনি বলেন: ইরাকের নিরাপত্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় দেশ।

বার্তা সংস্থা ইরানপ্রেস আরও জানিয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। গাজায় ইহুদিবাদী ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন: মজলুম ফিলিস্তিনীদের ওপর বর্বর ইহুদিবাদী ইসরাইল তাদের  মদদদাতাদের সহযোগিতায় ১০৮ দিনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে।   

কানয়ানি বলেন: ইরাকের ইরবিলে সন্ত্রাসী মোসাদের ঘাঁটিতে অভিযান ইরানের নিরাপত্তা বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের জবাবমাত্র। ইরাকের সার্বভৌমত্ব কিংবা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আক্রমণ নয়।

ইরান-পাকিস্তান সম্পর্কের বিষয়ে  কানয়ানি আরও বলেন: ইরান-পাকিস্তান সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ইরানী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অসংখ্য অপরাধমূলক ঘটনার হোতা একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইরান যে পদক্ষেপ নিয়েছে, তা ছিল ইরানী নাগরিকদের নিরাপত্তায় প্রতিরক্ষা কাঠামোর অন্তর্ভুক্ত।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ