জানুয়ারি ২৩, ২০২৪ ১৯:৫২ Asia/Dhaka
  • ‘ইসরাইলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো কেটে ফেলুন’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসরাইলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো কেটে ফেলার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ ধমনী বলতে তিনি ইসরাইলের সাথে মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা বলেছেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী আজ (মঙ্গলবার) তেহরান প্রদেশের ২৪,০০০ শহীদের কংগ্রেসের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বৈঠকের সময় একথা বলেন। 

সর্বোচ্চ নেতা গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা সম্পর্কে "ভুল" বিবৃতি দেয়ার জন্য মুসলিম কর্মকর্তাদের সমালোচনা করে বলেন, তারা যুদ্ধবিরতির মতো বিষয়গুলো উত্থাপন করে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং কুচক্রী ইহুদিবাদী শত্রুর হাতে রয়েছে। তবে মুসলিম দেশগুলোর কর্মকর্তাদের হাতে যে ইস্যুটি রয়েছে তা হলো ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অত্যাবশ্যকীয় লাইফলাইন কেটে ফেলার ব্যবস্থা।”

তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিত ইহুদিবাদী ইসরাইলের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার সরকারকে কোনভাবে সাহায্য না করা।

গাজা যুদ্ধ প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন, অনেক দুঃখ দুর্দশা এবং কষ্ট পেলেও ফিলিস্তিনি জনগণই সেখানে প্রকৃতপক্ষে বিজয়ী। নিশ্চিতভাবে তারা চূড়ান্ত বিজয় অর্জন করবে এবং সেটি খুব বেশি দূরের বিষয় নয়।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ