জানুয়ারি ২৫, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka

জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমূল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে।

আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে দু’ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, “যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনো কার্যকারিতা নেই।”

ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কার্যকর নয়।” তিনি বলেন, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে।”

রায়িসি ফিলিস্তিনকে শীর্ষ মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, বিশ্ব মোড়ল আমেরিকা ইসরাইলি গণহত্যার ঘৃণ্য সহযোগীতে পরিণত হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, গাজায় চলমান ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য ইসরাইলের অর্থনৈতিক ধমনীগুলো কেটে ফেলতে হবে।

১০০ দিনেরও বেশি সময় ধরে দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ায় ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণকে চলমান যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে উল্লেখ করেন। যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে এ আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

ট্যাগ