জানুয়ারি ২৮, ২০২৪ ১০:০৮ Asia/Dhaka
  • ইরান-পাকিস্তান সীমান্তকে যেকোন মূল্যে নিরাপদ রাখতে হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তকে সব ধরনের নিরাপত্তাহীনতা থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। তেহরানে নিযুক্ত নয়া পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপুরে সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাতে নিজের পরিচয়পত্র পেশ করে টিপু। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’টি দেশের মধ্যকার সীমান্তকে অর্থনৈতিক লেনদেন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা শক্তিশালী করার কাজে ব্যবহার করা উচিত।

তিনি সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। রায়িসি বলেন, ইরান-পাকিস্তান সম্পর্ক নস্যাত করার যেকোন প্রচেষ্টা সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

তিনি আঞ্চলিক দেশগুলোতে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় বিগত এক দশকেরর বেশি সময় ধরে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, এসব সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জন্য হুমকি সৃষ্টি করছে। সন্ত্রাসবিরোধী যেকোনো আঞ্চলিক জোটকে ইরান স্বাগত জানাবে বলেও তিনি মন্তব্য করেন।

সাক্ষাতে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনাকে কার্যকরভাবে প্রশমিত করার জন্য প্রেসিডেন্ট রায়িসিকে ধন্যবাদ জানান পাক রাষ্ট্রদূত মুদাসসির টিপু। তিনি বলেন, ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার জন্য পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ