ইয়েমেন-সিরিয়া ও ইরাকে ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী হামলা: ইরানের নিন্দা
https://parstoday.ir/bn/news/iran-i134104
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন সামরিক পন্থায় সমস্যা সমাধানের ভুল চিন্তা ও পদ্ধতির পরিণতি। গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানে তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৪:০৮ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন সামরিক পন্থায় সমস্যা সমাধানের ভুল চিন্তা ও পদ্ধতির পরিণতি। গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানে তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেন।

ওই ঘোষণার পর শনিবার সকালে আমেরিকার যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। ইরাক সরকার জানিয়েছে সেদেশের পশ্চিমাঞ্চলীয় আল-কায়েম এবং আক্কাশাত এলাকাসহ আশপাশের বহু বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে মার্কিন জঙ্গিবিমানগুলো। ইরাকের ওপর মার্কিন বাহিনী যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির দপ্তর। বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়া আগ্রাসন বলে নিন্দা জানানো হয়েছে। মার্কিন বিমান হামলায় ইরাকে ১৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। অপরদিকে মার্কিন সেনারা গতকাল সিরিয়াতেও হামলা চালিয়েছে। তাদের হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সেইসব এলাকাতেই হামলা চালিয়েছে যেসব এলাকায় সিরিয়ার আরব সেনারা দায়েশের অবশিষ্ট সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনা থেকে যে বাস্তবতাটি ফুটে ওঠে তা হলো আমেরিকা সন্ত্রাসীদের সঙ্গে জোটবদ্ধ এবং এক সূত্রে গাঁথা। ইরাক এবং সিরিয়ায় দায়েশকে উজ্জীবিত করতে তারা আবারও ওই নোংরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে আলাপকালে ওই নিন্দা জানান। আব্দুল্লাহিয়ান বলেন: সমস্যা সমাধানে ওয়াশিংটন বলদর্পিতা এবং সামরিক পন্থা অবলম্বনের মতো ভুল করার কারণেই আজকের এই পরিণতি। তিনি বলেন ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনী হামলা চালিয়েছে এবং আনসারুল্লাহকে মার্কিন সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত পরিস্থিতিকে রাজনৈতিক উপায়ে সমাধানের চেষ্টাকে জটিল করে তুলবে। ইরান ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের সকল দেশই উপকৃত হবে বলে গ্রুন্ডবার্গকে জানান আব্দুল্লাহিয়ান।

হ্যান্স গ্রুন্ডবার্গও ইয়েমেনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাসহ সেদেশের অভ্যন্তরে উত্তেজনা হ্রাসের বিষয়ে জাতিসংঘের পদক্ষেপের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সেইসঙ্গে তিনি আঞ্চলিক ক্ষমতা ব্যবহার করে আঞ্চলিক সংকটের মৌলিক সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী-সেন্টকম ব্রিটিশ সন্ত্রাসী সেনাদেরকে সঙ্গে নিয়ে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের ৩৬টি স্থাপনায় হামলা চালিয়েছে। শনিবার রাতে এসব হামলা চালানো হয়। ইরাক ও সিরিয়ায় ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন আগ্রাসী হামলার পরদিন ইয়েমেনে এ হামলা চালানো হলো।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।