ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৩:১৬ Asia/Dhaka

জুলুম ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের কারণে ইরান সব সময় পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই বিশ্বের খোদাদ্রোহী শক্তির কোপানলে পড়ে ইরান। কিন্তু নিষেধাজ্ঞার পরও দেশটির উন্নয়ন-অগ্রগতি থেমে থাকেনি। মহাকাশ বিজ্ঞানেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ইরান।

চলতি সপ্তাহেই ইরানে জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান গত আড়াই বছরে মহাকাশে ১১টি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানকে পেছনে ফেলে রাখার জন্য সব ধরণের চেষ্টাই চালিয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। তারা বহুমুখী পদক্ষেপ নিয়েছে। একদিকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে যাতে কোনো দেশ এই খাতে ইরানকে সহযোগিতা করতে না পারে। একইসঙ্গে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে আর্থিক সমস্যা তৈরির চেষ্টা করেছে যাতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে স্বাচ্ছন্দ্যে অর্থ বিনিয়োগ করতে না পারে। এর পাশাপাশি আমেরিকা ও ইসরাইল মিলে ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করেছে।

ইরান যেসব স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে সেগুলো নিজেরাই তৈরি করছে এবং স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়াও নিজেরাই সম্পন্ন করছে। নিজেরাই নির্মাণ করেছে স্যাটেলাইট লঞ্চ প্যাড ও স্যাটেলাইট ক্যারিয়ারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম। ইরানের জন্য এই অর্জন অন্য সব দেশের অর্জনের চেয়ে বেশি মর্যাদাকর। কারণ ইরান এই সাফল্য অর্জন করেছে নিষেধাজ্ঞার মধ্যে। শত্রু সর্বাত্মকভাবে চেয়েছিল ইরান যাতে এই সাফল্য অর্জন করতে না পারে, কিন্তু ইরান তা অর্জন করতে সক্ষম হয়েছে। আর ইরানের এই শত্রু যেনতেন কোনো শত্রু নয়, এটি হলো পরাশক্তি আমেরিকা। এটি হলো সেই যুক্তরাষ্ট্র যারা শত্রুকে ধসিয়ে ও বসিয়ে দিতে কোনো আইন বা নিয়ম-নীতির তোয়াক্কা করে না।

পরমাণু বোমা হামলার মতো চরম নৃশংস কাজটিও এ পর্যন্ত একমাত্র আমেরিকাই করেছে। তারা ইরানের বিপ্লবকে ধ্বংস করতে তৎকালীন দূতাবাসকে ব্যবহার করা থেকে শুরু করে সামরিক হামলার চেষ্টাও করেছে। কিন্তু আল্লাহর রহমতে ইরানের ইসলামি বিপ্লব আজও টিকে আছে। ইরান ইসলামি দেশ হিসেবে নিজের সব অর্জন ও সাফল্যকে গোটা বিশ্বের মুসলমানদের অর্জন বলেই মনে করে।#      

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ