বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে আজাদী স্কয়ারকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i134356-বিপ্লব_বার্ষিকী_উপলক্ষ্যে_আজাদী_স্কয়ারকে_বর্ণিল_সাজে_সজ্জিত_করা_হয়েছে
ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ইরানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান অনুষ্ঠান হচ্ছে, রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে লাখ লাখ মানুষের সমাবেশ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নির্ধারিত সড়কপথে শোভাযাত্রা করে এই সমাবেশে যোগ দেবেন সব বয়সি নারী-পুরুষ। এরই মধ্যে এসব শোভাযাত্রা শুরু হয়ে গেছে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১০:১৮ Asia/Dhaka
  • বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে আজাদী স্কয়ারকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে

ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ইরানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রধান অনুষ্ঠান হচ্ছে, রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে লাখ লাখ মানুষের সমাবেশ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নির্ধারিত সড়কপথে শোভাযাত্রা করে এই সমাবেশে যোগ দেবেন সব বয়সি নারী-পুরুষ। এরই মধ্যে এসব শোভাযাত্রা শুরু হয়ে গেছে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।