যুদ্ধজাহাজ থেকে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i134424-যুদ্ধজাহাজ_থেকে_দীর্ঘ_পাল্লার_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_ছুঁড়ল_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতার সঙ্গে তাদের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (সোমবার) একথা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ০৯:৩৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতার সঙ্গে তাদের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (সোমবার) একথা জানিয়েছেন।

তিনি বলেন, এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আইআরজিসি বিশ্বের যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে কারণ ইরানের সমুদ্রগামী যুদ্ধজাহাজগুলো পৃথিবীর যেকোনো জায়গায় চলাচল করতে পারে।

জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌ শাখা এবং অ্যারোস্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

গত কয়েক বছর ধরে ইরান নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইরান সবসময় বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক, আঞ্চলিক দেশগুলোর জন্য কোন হুমকি নয়।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।