রাফাহ শহরে ইসরাইলি যুদ্ধাপরাধ বিস্তারের পরিণতি ভয়াবহ হবে
https://parstoday.ir/bn/news/iran-i134428
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যদি যুদ্ধাপরাধ বিস্তৃত করে তাহলে অবৈধ এই শক্তিকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ০৯:৪৪ Asia/Dhaka
  • হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    হোসেইন আমির আবদুল্লাহিয়ান

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যদি যুদ্ধাপরাধ বিস্তৃত করে তাহলে অবৈধ এই শক্তিকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাফাহ শহরের ওপর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১০০ বেসামরিক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইসরাইলি হামলায় আরো ২৩০ ব্যক্তি আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সাথে গতকাল এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের বিপক্ষে কথা বলছে অথচ একই সাথে তারা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। লেবানন এবং সিরিয়া সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহা সফর করেন।

কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, আমেরিকা যদি যুদ্ধের অবসান চায় তাহলে তাদেরকে কথাই নয় বরং কাজেই প্রমাণ করতে হবে। কিন্তু গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের মধ্যে প্রয়োজনীয় সততার অভাব রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা এই যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।