ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি

শত্রুরা ইরানের আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি। আগামী ১ মার্চ শুক্রবার ইরানে সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাজ আলী আকবারি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় বলেন, ইসলাম বিপ্লবের শত্রুরা নির্বাচনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তবে ইরানি জনগণ আগামী শুক্রবার নির্বাচনে অংশ নিয়ে শত্রুদের দাঁতভাঙা জবাবে দেবে। এ সময় তিনি দেশের সব ভোটারকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন হচ্ছে স্বাধীনতা ও ধর্ম ভিত্তিক গণতন্ত্রের প্রতীক। এর মাধ্যমে মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।

ইরানের এই আলেম বলেন, বর্তমান বিশ্ব বিশেষকরে মুসলিম জাহানের প্রধান ইস্যু হচ্ছে গাজা যুদ্ধ। গাজা যুদ্ধে গত ১৪০ দিনে সাম্রাজ্যবাদীদের নানা ব্যর্থতা স্পষ্ট হয়েছে। সেখানে ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ সংগ্রামীদের হাতে বড় ধরণের মার খেয়েছে। ইসরাইলের 'ব্রেইন ডেথ' হয়েছে বলে মন্তব্য করেন এই আলেম।

আজকের জুমার নামাজের খতিব আরও বলেন, গাজায় যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা পাশ্চাত্যের লিবারেল ডেমোক্রেসির ফসল। কিছু মুসলিম সরকারও এই অপরাধযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে। তাদের নীরবতার সুযোগে সেখানে মুসলমানদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ