ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যে শক্তির কারণে শত্রুদেরকে গাজায় প্রতিরোধ সংগ্রামীদের ধ্বংস করতে না পারার হতাশায় ডুবতে হয়েছে তাহলো ইসলামের শক্তি। ইউরোপ ও আমেরিকার তরুণেরা এখন পবিত্র কুরআন ঘেঁটে এটা খোঁজার চেষ্টা করছে যে, এখানে কী আছে যা এতে বিশ্বাসীদেরকে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করে তোলে।

খুজিস্তান প্রদেশের ২৪ হাজার শহীদ শীর্ষক কংগ্রেস আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিত্বরা আজ (শনিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, পশ্চিমা সভ্যতা সব সময় মানবাধিকার ইস্যুতে ভণ্ডামি করে। একজন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তারা এর বিরুদ্ধে হৈচৈ শুরু করে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল তিন-চার মাসে গাজায় ৩০ হাজার মানুষকে হত্যা করার পরও তারা চোখ বন্ধ করে রেখেছে যেন কিছুই ঘটেনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমাদের কেউ কেউ হয়তো মুখে বলছে যে, ইসরাইল কেন হত্যাকাণ্ড চালাচ্ছে? তারা মুখে একটা কিছু বলে কিন্তু কাজের বেলায় তারাই দখলদার ইসরাইলকে পৃষ্ঠপোষকতা করছে, অস্ত্র দিচ্ছে এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে।  

আয়াতুল্লাহ খামেনেয়ী পশ্চিমা রাজনীতিবিদদের প্রতারণাপূর্ণ আচরণ সম্পর্কে বলেন, পরিপাটি সাজের আড়ালে পশ্চিমা রাজনীতিবিদেরা আসলে পাগলা কুকুর ও রক্তপিপাসু নেকড়ে, এটাই পশ্চিমা লিবারেল ডেমোক্রেসি। তারা মিথ্যা বলছে, তারা লিবারেলও নয়, ডেমোক্রেটও নয়, তারা ভণ্ডামির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছে।

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ