মার্চ ০১, ২০২৪ ১৮:১৪ Asia/Dhaka

আজ অনুষ্ঠিত হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল আটটায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা চলবে। সারা দেশে প্রায় ৬০ হাজার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ইরানের এ নির্বাচন দেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব পেয়েছে এবং ফলাও করে বিভিন্ন খবরাখবর প্রকাশিত হয়েছে।

কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ইরানের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

ইরাকের আল-আহাদ নিউজ চ্যানেল ইরানে আজকের নির্বাচন প্রসঙ্গে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্য উদ্ধৃত করেছে, যেখানে তিনি বলেছেন, আমি আমাদের প্রিয় মানুষদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করার উপদেশ দিচ্ছি এবং কোরআন আমাদেরকে বলেছে "ফাস্তাবেকুল খাইরত"। আমি আরও পরামর্শ দিচ্ছি যে আপনারা প্রতিটি নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ভোট দিন, কমও যেন না হয় আবার বেশিও যেন না। তিনি আরো বলেছেন, সারা বিশ্ব এই নির্বাচনগুলো দেখছে এবং বিশ্বের চোখ ইরানের দিকে রয়েছে যে আপনারা এই নির্বাচনে কী করছেন এবং ফলাফল কী হবে। আমি আশা করি এ নির্বাচনে আমাদের বন্ধুদের খুশি করতে এবং শত্রুদের হতাশ করতে পারব।

অন্যান্য আরব মিডিয়াগুলোর মধ্যে লেবাননের দৈনিক আল-দিয়ার পত্রিকা ইরানের নির্বাচন নিয়ে ব্যাপক লেখালেখি করেছে। দৈনিকটি লিখেছে, ইরানের সংসদ নির্বাচনে ১৫ হাজার ২০০ জন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ১৪৪ জন প্রার্থী রয়েছেন। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে,  ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি রয়েছে।

রাশিয়ার আল ইয়াওম টিভি চ্যানেল জানিয়েছে, ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের ষষ্ঠতম নির্বাচন শুক্রবার সকালে শুরু হয়েছে  এবং দেশটির সর্বোচ্চ নেতা জনগণকে ভালো কাজে একে অপরকে ছাড়িয়ে যেতে এবং বন্ধুদের খুশি করতে আর শত্রুদের হতাশ করার পরামর্শ দিয়েছেন। 

কুয়েতের বার্তা সংস্থাগুলোও ইরানের নির্বাচন নিয়ে বিভিন্ন খবরাখবর দিয়েছে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমাদের বন্ধু ও শত্রুরা নির্বাচন দেখছে এবং আমি আশা করি বন্ধুদের খুশী করতে এবং শত্রুদের হতাশ করতে পারবেন। সিরিয়ার বার্তা সংস্থা সানাও ইরানের নির্বাচনী খবর দিয়ে সর্বোচ্চ নেতার বক্তব্যকে গুরুত্বসহকারে তুলে ধরেছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ