মার্চ ০২, ২০২৪ ১৯:৩৭ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ-এর সপ্তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলজেরিয়া পৌঁছেছেন। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ইরানের কোন প্রেসিডেন্ট উত্তর আফ্রিকার এ দেশটি সফর করছেন।

একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে প্রেসিডেন্ট রায়িসি আজ (শনিবার) সকালে আলজেরিয়ার উদ্দেশ্যে তেহরান ছাড়েন। আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তিবুনের আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতে ইরানের প্রেসিডেন্ট আলজেরিয়া সফরে গেলেন। এ সফরের সময় তিনি আলজেরিয়ার প্রেসিডেন্টসহ সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া দুই প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন। এর আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ২০১০ সালে আলজেরিয়া সফর করেছিলেন।

জিসিএফ-এ মোট ১৩টি স্থায়ী সদস্য এবং সাতটি পর্যবেক্ষক সদস্য রয়েছে। ২০০৮ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রস্তাবে এই সংস্থাটি গড়ে তোলা হয়।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ