মার্চ ০৪, ২০২৪ ১২:৫৩ Asia/Dhaka
  • মোহাম্মদ শিয়া আল-সুদানি
    মোহাম্মদ শিয়া আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে তাদের নিকটতম প্রতিবেশী এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী-গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান ইরাকের পাশে দাঁড়িয়েছিল।

তিনি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের ভূমিকার প্রশংসা করে বলেন, নিকটতম এই প্রতিবেশীর সঙ্গে ইরাকের বহু অভিন্ন ক্ষেত্র রয়েছে।

আল রাফাদিয়ান সেন্টার ফর ডায়লগকে দেয়া এক সাক্ষাৎকারে শিয়া আল-সুদানি এসব কথা বলেন। গতকাল (রোববার) তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে।

সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং আমাদের মধ্যে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহু মিল রয়েছে। শুধু তাই নয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল।”

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাকের সরকার দেশের বিভিন্ন দল উপদলের মধ্যকার মতভেদ কমিয়ে আনার চেষ্টা করছে। 

ইরাকে বিদেশি সেনা উপস্থিতির বিষয়ে শিয়া আল-সুদানি বলেন, যে সমস্ত কারণ ও প্রেক্ষাপটে ইরাকে আন্তর্জাতিক জোটের সেনা মোতায়েন করা হয়েছিল এখন তার সবকিছুই শেষ। ফলে তার দেশে আর বিদেশি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ