গণতন্ত্র ও মানবাধিকারের শ্লোগান দিয়ে নিজেদের খুন-আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট: ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Thu, 07 Mar 2024 15:25:01 GMT )
মার্চ ০৭, ২০২৪ ২১:২৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, 'সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজায় আপনারা যেসব ঘটনা দেখছেন আমরা সেগুলোর বিরোধী।'

আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, একটি জাতি তাদের নিজেদের ভূখণ্ডে বড় ধরণের জুলুমের শিকার হচ্ছে। নারী ও শিশুসহ সবাইকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশ এর বিরোধিতাতো করছেই না বরং সাহায্য-সহযোগিতা করছে। ইরান এ ধরণের তৎপরতার বিরোধী।

সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলছেন সাক্ষাতকারীরা

 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে দু'টি ফ্রন্ট তৈরি করেছে। এর একটি ফ্রন্ট হলো লিবারেল ডেমোক্রেসি, আর অন্যটি ইসলামি প্রজাতন্ত্রী ফ্রন্ট। লিবারেল ডেমোক্রেসির অস্তিত্বের সঙ্গেই আগ্রাসন মিশে আছে। কিন্তু ধর্ম ভিত্তিক গণতন্ত্রের ফ্রন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলুম মোকাবিলা করা।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন- এটা সবার সামনে পরিষ্কার করা দরকার যে, সাম্রাজ্যবাদীদের ফ্রন্ট সব সময় গণতন্ত্র, মানবাধিকার ও উদারনীতির শ্লোগান তুলে তাদের জুলুম, নিপীড়ন, আগ্রাসন ও হত্যাযজ্ঞকে আড়াল করছে। 

তিনি বলেন, ইসলামের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটার কাজের ভিত্তি হলো 'জুলুম করবে না এবং জুলুমের শিকার হবে না(সূরা বাকারা, আয়াত ২৭৯)'।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ