গাজায় অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানাল ইরান, ওমান
https://parstoday.ir/bn/news/iran-i135372-গাজায়_অবিলম্বে_ইসরাইলি_আগ্রাসন_বন্ধ_করার_আহ্বান_জানাল_ইরান_ওমান
অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওমান ও ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২৪ ০৯:১৫ Asia/Dhaka
  • গাজায় অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানাল ইরান, ওমান

অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওমান ও ইরান।

শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার ওমানি সমকক্ষ সাঈদ বদর আল-বুসাইদির মধ্যে এক টেলিফোনালাপে দুই মন্ত্রী এ আহ্বান জানান। তারা বলেন, গাজা উপত্যকায় গণহত্যার শিকার অসহায় ফিলিস্তিনি জনগণের সাহায্যে মুসলিম দেশগুলোকেই এগিয়ে যেতে হবে।

দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গত সপ্তাহে ইরানসহ আরো কয়েকটি মুসলিম দেশের অনুরোধে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেখানে ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত গাজার ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন আরো ৭২ হাজার ৪০২ জন।

ফোনালাপে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও কথা বলেন আমির-আব্দুল্লাহিয়ান ও বুসাইদি। ওই সমঝোতার ব্যাপারে মার্কিন সরকার নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।