মার্চ ০৯, ২০২৪ ২০:২১ Asia/Dhaka
  • তুরস্কে ফ্রিস্টাইল কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় দল চ্যাম্পিয়ন

তুরস্কের অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল সোনাসহ ১২টি পদক জিতে প্রথম স্থান অধিকার করেছে। আনতালিয়া শহরে ৭ ও ৮ ই মার্চ আন্তর্জাতিক ভেহবে এমরে কুস্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল ৪টি স্বর্ণপদক, ৫টি রৌপ্য পদক, ৩টি ব্রোঞ্জ এবং মোট ১৬৬ পয়েন্ট জিতেছে। তুরস্ক এবং কিরগিজস্তান ১০৭ এবং ৯৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

ইরানের কুস্তিগির পুইয়া দাদমার্জ ৫৫ কেজি ওজনশ্রেণিতে জর্জিয়ার জিওরগি তোখাদজেকে ৫-২ পয়েন্টে হারিয়েছেন।

৯৭ কেজি ওজনশ্রেণির ফাইনালে মোহাম্মদ হাদি সারাভি স্বদেশী মেহেদি বালিকে ৫-১ পয়েন্টে পরাজিত করেন।

৬৭ কেজি ওজনশ্রেণিতে সাঈদ ইসমাইলি উজবেকিস্তানের মাহমুদ বখশিলোয়েভকে ১-০ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেন। 

টুর্নামেন্টে ৭৭ কেজি ওজনশ্রেণির ফাইনালে ইরানের আমিন কাভিয়ানিনেজাদ নিজ দেশের আলী ওস্কুকে ৫-৩ এবং আমির আবদি উজবেকিস্তানের দিলশোদ ওমঙ্গেলদিয়েভকে ৩-২ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

আমিন মির্জাজাদেহ হাঁটুর ইনজুরির কারণে ফিনল্যান্ডের ইলিয়াস কুওসমানেনের বিপক্ষে ১৩০ কেজিতে রৌপ্য পদকও জিতেছিলেন। একই ইভেন্টে ফারদিন হেদায়াতি ব্রোঞ্জ দখল করেন।

রাসুল গারমসিরি বেলারুশের স্তানিস্লাভ শান্তারেনকোর কাছে ৫-৩ ব্যবধানে হেরেছেন এবং আব্বাস মেহেদিজাদেহ ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।

আমির রেজা দেহ বোজোর্গি কিরগিজস্তানের জোলামান শার্শেনবেকভের কাছে  ৬০ কেজি ওজনশ্রেণিতে ফাইনাল ৫-০ পয়েন্টে হেরেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

ট্যাগ