ইনস্টাগ্রামে ইরানের সর্বোচ্চ নেতার নতুন পেইজ চালু
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নতুন একটি ইনস্টাগ্রাম পেইজ চালু করা হয়েছে। তাঁর দপ্তরের সংরক্ষণ ও প্রকাশনা দপ্তর পেইজটি চালু করে। গত ৮ ফেব্রুয়ারি পূর্ব সতর্কতা ছাড়াই সোশ্যাল মিডিয়া কোম্পানি 'মেটা' ইরানের সর্বোচ্চ নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দেয়। ওই পেইজে ফলোয়ার ছিল ৫০ লাখেরও বেশি।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্টগুলো বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান ও বিপজ্জনক ব্যক্তিদের বিষয়ে এই কোম্পানির নীতিমালার পরিপন্থী হওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে!
ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অপারেশন শুরু হওয়ার পর থেকে KHAMENEI.IR-এর ফার্সি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে ১০ কোটিরও বেশি ভিউ হয়েছে। ১২ বছরের পুরোনো অ্যাকাউন্টটিতে ৯ হাজারেরও বেশি নিবন্ধ প্রকাশ করা হয়। এগুলোতে কমেন্ট এসেছিল ১ কোটি ৮০ লাখ।
ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট ব্লক করার প্রকৃত কারণ হল- ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের প্রতি তাঁর সমর্থন এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিক ও বিশেষ করে গাজার হাজার হাজার নারী ও শিশুদের ওপর চলমান গণহত্যা তথা জাতিগত নির্মূল অভিযানের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আঞ্চলিক সরকারগুলোর ওপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিপ্লবী নেতার চাপ বাড়তে থাকা। ফলে এ অঞ্চলের জনগণ অত্যন্ত খুশি হলেও চরম ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা নেতৃবৃন্দ ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোর কর্তৃপক্ষ। সে কারণে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হয়।
মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অভিযোগে ইরানের সর্বোচ্চ নেতার পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার পশ্চিমা পদক্ষেপ বাক-স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়ে তাদের কপটতাকে আবারও বিশ্ববাসীর কাছে স্পষ্ট করেছে। বিষয়টি উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের পক্ষ থেকে মেটা কোম্পানির কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠানো হয়েছে। তবে মেটা কর্তৃপক্ষ এখনও ওই প্রতিবাদলিপির কোনো জবাব দেয়নি।
এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষের অনুরোধের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতার নেতার দপ্তরের সংরক্ষণ ও প্রকাশনা বিভাগ ইনস্টাগ্রামে নতুন একটি পেজ চালু করেছে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।