মার্চ ১৬, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
    মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

ইরানের সঙ্গে যুক্ত আরও কয়েকটি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক মাসের কম সময় আগেও মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান-সংশ্লিষ্ট তিন ব্যক্তি এবং চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বিরুদ্ধে কিছু দিন পরপর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করাটা মার্কিন প্রশাসনের নেশায় পরিণত হয়েছে।

গত চার দশক ধরে নানা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। বর্তমানে ইরানের বিরুদ্ধে আমেরিকার বহু কঠোরতম নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক হুমকি-ধমকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচারণা চালিয়ে আসছে ওয়াশিংটন।

ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা ও পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার পরও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে তেহরানের বিরুদ্ধে এই অবৈধ পন্থা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ