সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i135686-সিরিয়ার_প্রতিরক্ষা_সক্ষমতা_শক্তিশালী_করে_দিতে_প্রস্তুত_ইরান_প্রতিরক্ষামন্ত্রী
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২৪ ০৯:২৩ Asia/Dhaka
  • সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে প্রস্তুত ইরান: প্রতিরক্ষামন্ত্রী

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে পশ্চিম এশিয়া জুড়ে সংকট ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল আশতিয়ানি বলেন, “আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের যেকোনো কৌশলগত ভুল অথবা হঠকারিতা আঞ্চলিক পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে।”

সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে দেশটিতে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদী সরকার সিরিয়ার বিমানবন্দরসহ অন্যান্যা অবকাঠামো সমূলে ধ্বংস করে দিতে চায়।  ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করে বলেন যে, সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার মূলে রয়েছে দখলদার এই সরকারের আতঙ্ক ও ব্যর্থতা।

ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার গুরুত্ব তুলে ধরে জেনারেল আশতিয়ানি বলেন, ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি এবং সেখানকার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যায় তেল আবিবের ক্ষয়িষ্ণু শক্তি এবং আমেরিকা ও পাশ্চাত্যের ভণ্ডামি সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে। আব্বাস আরো বলেন, শিশু হত্যাকারী ইসরাইল সরকার গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়ে এখন সিরিয়া ও লেবাননে আগ্রাসন চালাচ্ছে। তবে এসব অপরাধযজ্ঞ চালিয়েও তেল আবিব পার পাবে না।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।