ইরানের তেল চুরি করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i135788-ইরানের_তেল_চুরি_করে_পার_পাওয়ার_দিন_শেষ_হয়ে_গেছে_আইআরজিসি
ইরানের তেল চুরি করার ব্যাপারে পশ্চিমা শক্তিগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। তিনি বলেছেন, আর কখনও কোনো বিদেশি শক্তি ইরানের তেল ভাণ্ডারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৯, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • ইরানের তেল চুরি করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে: আইআরজিসি

ইরানের তেল চুরি করার ব্যাপারে পশ্চিমা শক্তিগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। তিনি বলেছেন, আর কখনও কোনো বিদেশি শক্তি ইরানের তেল ভাণ্ডারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না।

ইরানের তেল শিল্পের জাতীয়করণের ৭৩তম বার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) এ হুশিয়ারি দিলেন অ্যাডমিরাল তাংসিরি।

তিনি বলেন, “এখন আমরা এমন এক যুগে বাস করছি যখন তারা [বিদেশিরা] আমাদের তেল চুরি করলে এবং বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের তেল ট্যাংকার আটক করলে আমরাও তার পাল্টা পদক্ষেপ নিয়ে থাকি।”

তাংসিরি বলেন, “সভ্য ইরানি জাতির সম্পদ লুট করে বিনা প্রতিশোধে পালিয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে।”

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, ব্রিটেন বহুকাল ইরানের তেল সম্পদ লুট করেছে। কিন্তু আজ ইরানের তরুন সমাজ আধিপত্যকামী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

১৯৫১ সালের ২০ মার্চ ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকার ইরানের তেল সম্পদ জাতীয়করণ করে সংসদে বিল পাস করে। এর ফলে ইরানের তেলের ওপর ব্রিটিশ সরকারের চার দশকের আধিপত্যের অবসান ঘটে। ওই ৪০ বছর ইরানকে নামমাত্র মূল্য দিয়ে ব্রিটিশ সরকার ইরানের তেল লুট করে নিয়ে যেত। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৯