'পশ্চিমাদের মানবাধিকারের দাবি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়'
https://parstoday.ir/bn/news/iran-i135920-'পশ্চিমাদের_মানবাধিকারের_দাবি_রাজনৈতিক_স্বার্থ_উদ্ধারের_হাতিয়ার_ছাড়া_আর_কিছুই_নয়'
ইরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের পাশ্চাত্য-সমর্থিত গণহত্যামূলক যুদ্ধ একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, পশ্চিমা দেশগুলো মানবাধিকার এবং নারী ও শিশু অধিকারের রক্ষক বলে যে দাবি  করে তা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছু নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৪ ২০:২৫ Asia/Dhaka
  • 'পশ্চিমাদের মানবাধিকারের দাবি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়'

ইরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের পাশ্চাত্য-সমর্থিত গণহত্যামূলক যুদ্ধ একথা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, পশ্চিমা দেশগুলো মানবাধিকার এবং নারী ও শিশু অধিকারের রক্ষক বলে যে দাবি  করে তা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছু নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেছেন।

ফোনালাপে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর অকুতোভয় লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ইরান এরইমধ্যে যেসব কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে নাখালাকে অবহিত করেন আমির-আব্দুল্লাহিয়ান। 

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বাঁচাতে এখন বিশ্ববাসীকে আরো বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি গাজা উপত্যকার সর্বত্র কোনো বিধিনিষেধ ছাড়াই অবাধে ত্রাণ তৎপরতা পরিচালনা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

ফোনালাপে ফিলিস্তিনি কর্মকর্তা নাখালা বলেন, ছয় মাসের ইসরাইলি ধ্বংসযজ্ঞ সত্ত্বেও প্রতিরোধ শক্তিগুলো এখনও উচ্চ মাত্রার সামর্থ্য নিয়ে দখলদার সেনাদের মোকাবিলা করছে। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য ইরানকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।