আমেরিকার সেরা মোবাইল গেম প্রতিযোগিতায় ইরানি গেম নির্মাতার বিজয়
আমেরিকার সেরা মোবাইল এবং ট্যাবলেট গেম 'গেম কানেকশন' এর সেরা পুরষ্কার জিতলো ইরানি নির্মাতা। 'ফেক এম্পারর্স' গেমটির জন্য ইরানের গেম নির্মাতা মেহেরদদ রেজায়ি ওই পুরস্কারটি জেতেন।
মার্কিন গেম কানেকশন প্রতিযোগিতায় ফেক এম্পারর্স গেমটি নিয়ে অংশ নিয়েছিলেন রেজায়ি। বিচারকমণ্ডলির রায়ে শ্রেষ্ঠ মোবাইল ও ট্যাবলেট গেম হিসেবে নির্বাচিত হয় ওই গেমটি।
পুরস্কার জেতার পর রেজায়ি বলেন: আমি আশা করি এই পুরস্কারটি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের গেম শিল্পের জন্য সাফল্যের একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
ফেক এম্পারর্স গেমটির মূল গল্পে বেশ কয়েকটি চরিত্র রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের। প্রতিটি চরিত্রই নিজেকে শক্তিশালী এবং সম্রাট হিসেবে দেখানোর চেষ্টা করে।
গেমটিতে ছয়টিরও বেশি হিরো রয়েছে। ক্লাসিক টু-ডি হ্যান্ড অ্যানিমেশনের এই গেমে ৮ হাজার ফ্রেম রয়েছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।