সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত
(last modified Wed, 27 Mar 2024 03:53:20 GMT )
মার্চ ২৭, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ইরানি সামরিক উপদেষ্টা বেহরুজ ওয়াহিদি নিহত হন।

দেইর আজ-জোর প্রদেশে মার্কিন বিমান হামলার খবর নিশ্চিত করে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের কয়েকটি গ্রাম, শহর ও সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর বোমাবর্ষণে সাত সৈন্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সানা আরো বলেছে, এসব বর্বরোচিত হামলায় ১৯ সৈন্য ও ১৩ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো প্রদেশের দেইর আজ-জোরের পাশাপাশি মায়াদিন ও বুকামাল শহরেও বোমাবর্ষণ করেছে।

সিরিয়ার আহ্বানে সাড়া দিয়ে ২০১১ সাল থেকে সিরিয়ায় উপদেষ্টা মিশন পরিচলানা করে এসেছে ইরান। সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরানি উপদেষ্টারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ